আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মোট ১৭ জনের দল ঘোষণা করেছে তারা। দলের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। দলে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। অ্যাশেজের প্রথম দু’টি টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রথম একাদশে ঠাঁই পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলতে পারেননি ওয়ার্নার। পরে সীমিত ওভারের সিরিজে দলে ফেরেন। আইপিএলে রান করলেও তাঁর স্ট্রাইক রেট খুব ধীর গতির। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। ভারতের বিরুদ্ধে তিনটি ইনিংস খেলে ২৬ রান করেছিলেন। তাঁকে বাদ দেওয়ার সপক্ষে বহু প্রাক্তন ক্রিকেটারই আওয়াজ তুলেছেন। তবু অস্ট্রেলিয়া বোর্ডের তরফে আস্থা রাখা হল অভিজ্ঞ এই ওপেনারের ওপর।
প্রসঙ্গত, প্রথম দলে সুযোগ পেতে গেলে ওয়ার্নারের মূল প্রতিপক্ষ মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশ। ইংল্যান্ডে অ্যাশেজে আগে কোনও দিন শতরান পাননি ওয়ার্নার। তাই তাঁকে খেলানো হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ২০১৯-এর পর প্রথম বার টেস্ট দলে ফিরেছেন মিচেল মার্শ। ভারতে আসা দলের অনেকেই রয়েছেন। তবে পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন আগার, মিচেল সোয়েপসন এবং ম্যাট কুনেম্যানকে রাখা হয়নি। চোটের কারণে ছিটকে গিয়েছেন ল্যান্স মরিস।
দেখে নেওয়া যাক পুরো দল:
প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নেথান লায়ন, মিচ মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।