ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে যোগীরাজ্যের প্রশাসন। প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। “জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব!” আতিক আহমেদের ভাই আশরাফকে এমনই হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক পুলিশকর্তা। এই বিস্ফোরক দাবি করেছেন মৃত গ্যাংস্টার রাজনীতিবিদের আইনজীবী বিজয় মিশ্র। যদিও জেল থেকে বেরোনোর আগেই মরতে হয়েছে আতিক ও তাঁর ভাইকে। শনিবার রাতে মিডিয়ার উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপের মধ্যেই তিন আততায়ী গুলিতে ক্ষতবিক্ষত হন তাঁরা। পুলিশি নিরাপত্তার মধ্যে আতিক-আশরফকে হত্যার পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের কটাক্ষ, যোগীর শাসনে গুন্ডারাজ চলছে রাজ্যে। বিচার ব্যবস্থা অস্তিত্বহীন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আতিক-আশরফের আইনজীবীর বিস্ফোরক দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। আইনজীবীর বিজয় মিশ্র দাবি করেছেন, “মক্কেলদের যখন প্রয়াগরাজ থেকে বরেলিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় পুলিশ লাইনে নিয়ে গিয়ে এক পুলিশকর্তা আশরফকে হুমকি দেন, এ যাত্রায় বেঁচে গেলি, কিন্তু জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।”
তবে কোন পুলিশকর্তা এই হুমকি দিয়েছিলেন তা জানাননি আশরফ। বিজয় মিশ্র জানান, আশরফ বলেছিলেন, তাঁর যদি মৃত্যু হয় তবে মুখবন্ধ খাম পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধান বিচারপতির কাছে। ওই বন্ধ খামেই সব কিছু লেখা আছে। এর আগে গত ২৯শে মার্চেও আশরফ অভিযোগ করেছিলেন, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে পুলিশ। সেকথা সংবাদমাধ্যমেও বলেন তিনি। উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল আতিক এবং আশরফ খুন হওয়ার পর থেকেই প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের খুন হওয়ার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে হত্যারহস্য উদঘাটনে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে গৃহীত হয়েছে সেই মামলা।
