বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শিকেয় উঠেছে এবার ফের মিলল তার প্রমাণ। সেখানে এক পেট্রল পাম্পের মালিকের বিরুদ্ধে উঠল এক সাফাই কর্মীর দিকে বন্দুক তাক করার অভিযোগ! ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিও। জানা গিয়েছে, অভিযুক্ত মহেশ প্যাটেল প্রাক্তন বিজেপি সাংসদ মনোজ প্যাটেলের আত্মীয়।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে মঙ্গল বিহার কলোনিতে রোজকার মতোই বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করতে এসেছিলেন এক সাফাই কর্মী। ভিডিওয় দেখা যাচ্ছে জঞ্জাল তোলার গাড়ি নিয়ে মহেশের বাড়িতেও গিয়েছেন তিনি। কিন্তু তাঁর ‘দোষ’ এটাই, যে তিনি মহেশের স্ত্রীকে বলেছিলেন শুকনো ও ভেজা আবর্জনাকে মিশিয়ে না ফেলতে। এরপরই শুরু হয় বচসা।
পরে বচসা বাড়লে সেখানে উপস্থিত হন মহেশের ছেলে। তিনি চেঁচামেচি শুরু করলে ওই সাফাই কর্মী হাতে পাথর তুলে নেন। ঠিক তখনই মহেশকে দেখা যায় হাতে রিভলবার তুলে নিতে। তিনি চিৎকার করে ওই সাফাই কর্মীকে খুনের হুমকি দিতে থাকেন। সঙ্গে সঙ্গেই সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান ওই সাফাই কর্মী। স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। ওই রিভলবারের কি লাইসেন্স রয়েছে? উঠছে এই প্রশ্ন।