কর্ণাটকে ক্ষমতা ফিরতে পারবে কি কংগ্রেস? উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিজেপির কাছে হারতে হয়েছে, এবার কি দক্ষিণ ভারতে বিজয়ধ্বজা ওড়াতে সমর্থ হবে তারা? কর্নাটক বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার ফলে কিন্তু স্পষ্ট জয়ের আভাস।
২০২৩-এর প্রথম কোনো বড রাজ্যে নির্বাচন হতে চলেছে আগামী মাসের ১০ তারিখে। সেই কর্নাটকের নির্বাচনে জিততে কংগ্রেস ও বিজেপি উভয়েই সম্মুখ সমরে অবতীর্ণ। সম্প্রতি সমীক্ষক সংস্থার লোক পোল চূড়ান্ত জনমত সমীক্ষা রিপোর্ট সামনে এনেছে।
তাদের জনমত সমীক্ষায় আভাস কর্নাটকে পালাবদল ঘটতে চলেছে। অর্থাৎ বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। কর্নাটকের বিধানসভা নির্বাচনে গতবার বৃহত্তম দল হয়েছিল বিজেপি। তারা ১০৪টি আসনে জয় পেয়েছিল। কংগ্রেস জিতেছিল ৮০টি কেন্দ্রে। আর জেডিএস জয়ী হয়েছিল ৩৭টি বিধানসভা আসনে। অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন।
শেষপর্যন্ত টালবাহানার পর সরকার গড়ে কংগ্রেস ও জেডিএস জোট। পরবর্তী সময়ে সেই সরকার ফেলে বিজেপি ক্ষমতা দখল করে। এবারের পরি্স্থিতিতে বিজেপিকে চূড়ান্ত প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার মোকাবিলা করতে হচ্ছে। এই পরি্স্থিতি সমীক্ষক সংস্থা লোক পোলের মতে এবার কংগ্রেস জয়ী হবে কর্নাটকে।
কংগ্রেস এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে বলে রিপোর্টে প্রকাশ। এককভাবেই তারা ক্ষমতায় আসতে সক্ষম হবে বলে জানিয়েছে এই সমীক্ষা। লোক পোলের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১২৮ থেকে ১৩১টি আসন। উল্লেখ্য, ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ম্যাজিক ফিগার ১১৩।