যোগী রাজ্যে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তার ভাই আশরফকে শুটআউটের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। তবে পরোক্ষে সব দায় যেন এবার সাংবাদিকদের ঘাড়েই চাপাল মোদী সরকার! আতিক ও তাঁর ভাইকে সাংবাদিক পরিচয় দিয়ে আততায়ীরা হত্যা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রবিবার মিডিয়া কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য বিশদ নির্দেশিকা এবং আদর্শ আচরণবিধি (এসওপি) জারি করার সিদ্ধান্ত নিল। কোনও স্পট বা সংবাদ সম্মেলন কভার করার সময় এই নির্দেশিকা ও আদর্শ আচরণবিধি মানতে হবে সাংবাদিকদের।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে আতিক আহমেদ ও তার ভাই আশরফকে হত্যার ঘটনাটি সংবাদমাধ্যমের ক্যামেরায় সম্প্রচারিত হয়। ঘটনার সময় ওই দুই ভাই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এরই মধ্যে দুই আততায়ী এবং তাদের একজন সহযোগী নিহত আহমেদ ভাইদের দিকে আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়। এরপরই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে যে ওই দুষ্কৃতীরা একটি মোটরসাইকেলে চেপে এসেছিল। গুলি চালানোর পরে, তাদের থেকে এনসিআর নিউজ লেখা একটি মাইক এবং একটি ক্যামেরা উদ্ধার হয়েছে। এর ফলে আগামী দিনে সংবাদমাধ্যমের বিরুদ্ধে নির্দেশিকা এবং এসওপি জারি করা হবে বলেই মনে করা হচ্ছে। এমনটাই বিশেষ এক সূত্রে জানা গিয়েছে।
