এবার মহারাষ্ট্রে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর বিশেষ আয়োজন চলাকালীন প্রবল ঝড়ে মন্দিরের সামনের বিশাল গাছ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচ জন। রবিবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের আকোলা এলাকায় একটি মন্দিরের বাইরে জমায়েত হয়েছিলেন ভক্তরা। সেখানে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীনই ঝড়বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে একটি টিনের শেডের নীচে ঢুকে পড়েন অন্তত ৪০ জন। ঝড়ের মধ্যেই আচমকা ভেঙে পড়ে শেডের ওপরে থাকা নিম গাছটি। চাপা পড়ে যান জমায়েত হওয়া সকলেই।
তবে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী বাহিনী। গাছ কেটে উদ্ধারকাজ শুরু হয়। চাপা পড়ে থাকা অবস্থাতেই প্রাণ হারান সাত জন। উদ্ধার হওয়া বাকিদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। আকোলা মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে।