রবিবার সকালে কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে সম্পূর্ণ ভিন্ন পোশাকে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। খাকি টি-শার্ট, ট্রাউজার্স, জ্যাকেট, মাথায় মানানসই টুপি পরে জঙ্গল সাফারির পর গতকাল তিনি ঘোষণা করেন, দেশে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বাড়ছে। এখন তা বেড়ে হয়েছে ৩১৭৬টি। এরপরই কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি সাদা-কালো ছবি টুইট করে মোদীকে নিশানা করে।
ছবিতে দেখা যাচ্ছে ইন্দিরার কোলে একটি ব্যাঘ্র শাবক। টুইটে বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রয়াত ইন্দিরার দল বলেছে, কংগ্রেস ৭০ বছরে কী করেছে? প্রধানমন্ত্রী আপনি আজ যে বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প ঘুরে দেখলেন ১৯৯৩ সালে কংগ্রেস সরকার সেটি চালু করেছিল। আপনি সেখানে গিয়ে আনন্দ উপভোগ করছেন করুন। অনুগ্রহ করে সেটি আদানিদের কাছে বিক্রি করে দেবেন না। উল্লেখ্য, কংগ্রেস অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে, মোদী সরকার নামমাত্র দামে মহার্ঘ সরকারি সম্পত্তি আদানিদের হাতে তুলে দিয়েছে।