ক্যালেন্ডার বলছে, এখনও শেষ হয়নি চৈত্র মাস। আর খাতায়-কলমে বৈশাখ মাসেই সূচনা হয় গ্রীষ্মকালের। অর্থাৎ বসন্তেরই ইনিংস চলছে। কিন্তু তা সত্ত্বেও এপ্রিল পড়তে না পড়তেই লাফিয়ে চড়েছে তাপমাত্রার পারদ। চাঁদি ফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন থেকেই হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, নববর্ষের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। সোমবার থেকেই আরও বাড়বে গরম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চৈত্রের শেষ দুটি পর্যায়ে বাংলায় তাপমাত্রা বাড়বে। ৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। কিন্তু ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দ্রুত তাপমাত্রা বাড়বে। যদিও বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রক্ষা পাবেন বাংলার মানুষ। এদিকে, এই গরম থেকে সাময়িক স্বস্তি পেতে বৃষ্টির জন্য হাহুতাশ করছেন রাজ্যবাসী। কিন্তু আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বাংলার কোনও জেলাতেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কমবে বৃষ্টির সম্ভাবনা।