পঞ্চায়েত নির্বাচনে যে সব আসনে প্রার্থী দিতে পারবে না, সেখানে মহাজোটের পথেই হাঁটতে চলেছে বিজেপি! নিচুতলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে তলেতলে জোটের বিষয়টি প্রকারান্তরে মেনে নিল গেরুয়া শিবির। আসন্ন পঞ্চায়েত ভোটে যেখানে প্রার্থী দিতে পারবে না দল সেখানে কৌশলগত অবস্থান নেওয়া হবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মন্তব্য, বাম-কংগ্রেসকে সমর্থনেরই যে ইঙ্গিত তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
শুক্রবার সুকান্তকে প্রশ্ন করা হয়, বিজেপি সব আসনে প্রার্থী দিতে পারবে না বলেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলে ভোটকে পিছিয়ে দিতে চাইছে বলে শাসকদল অভিযোগ করছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে বলে দিক তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। আর আমরা কত জায়গায় প্রার্থী দিতে পারছি বা পারব না সেটা নিয়ে তৃণমূলের চিন্তার কী আছে। আমরা যেখানে প্রার্থী দিতে পারব না সেখানে তৃণমূলের পক্ষেই তো ভাল। বিজেপি সর্বত্র প্রার্থী দেবে।’
এর পরই সুকান্তর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘যেখানে আমরা প্রার্থী দেব না, সেখানে কৌশলগত অবস্থান নেব।’ তবে সেই কৌশলগত অবস্থান কী, সেটা খোলসা না করে তিনি বলেন, ‘এটা ক্রমশ প্রকাশ্য।’ রাজনৈতিক মহল মনে করছে, সুকান্তর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বুঝতে কারও অসুবিধা নেই যে, পঞ্চায়েত ভোটে যেসব আসনে সিপিএম শক্তিশালী সেখানে তাদের সঙ্গে তলেতলে জোট করবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও প্রায়শই মহাজোটের ইঙ্গিত দিচ্ছেন। ফলে পঞ্চায়েতে নিচুতলায় রামধনু জোটের বিষয়টিই ফের সামনে চলে এল।