নজরে পঞ্চায়েত ভোট। যা আগামী বছরের লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্ট যে কোনও রাজনৈতিক দলের কাছে। তাই এখন থেকেই উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ারের সভার মধ্যে দিয়ে তারই সূচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে গা জোয়ারি করা যাবে না বলে দলের নেতাদের আগেই সতর্ক করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত সেপ্টেম্বর মাসে চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশেও করেছিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে কোনও দাদাগিরি নয়। প্রশাসনিক কাজে ব্যক্তিগত প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। সূত্রের খবর, তৃণমূলের সাংগঠনিক রদবদলের সঙ্গে সঙ্গেই, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের সতর্ক করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।গত বছর, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই ৪ জেলার শীর্ষ তৃণমূল নেতা এবং শাখা সংগঠনের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক। এর পর উত্তরবঙ্গে একাধিক সভা ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি।
সূত্রের খবর, আলিপুরদুয়ারের নেতাদের অভিষেক তখনই বলেন, ‘এখন থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে।’ জেলার সমস্ত চা বাগান এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল নেতাদের। সূত্রের খবর, আগামী পঞ্চায়েত ভোটকে মাথা রেখে, জলপাইগুড়ি জেলার ৭৮টি চা বাগানেই সমাবেশ করার পরিকল্পনা আছে তৃণমূলের। সমস্ত চা বাগান নিয়ে বৃহত্তর সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ির দলীয় নেতৃত্বকে বলা হয়েছে, পুরসভার উন্নয়নে জোর দিতে।