আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর বুকে। এবার আচমকাই দিল্লীর পিভিসি মার্কেটে লাগল ভয়াবহ আগুন। শনিবার ভোর থেকে জ্বলছে গোটা মার্কেট। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে একাধিক দোকান। চারিদিক ঢেকে গেছে কালো ধোঁয়ায়। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
প্রসঙ্গত, দিল্লীর টিকরি কলোনি এলাকায় রয়েছে পিসিভি মার্কেট। এদিন ভোরে আচমকাই এই মার্কেটের একাংশে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে মার্কেটের অন্য অংশেও। আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় দমকলকে।
আর তারপরেই একে একে দমকলের একাধিক ইঞ্জিন এসে জড়ো হয় বাজার চত্বরে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে গিয়েছে ২৫টি ইঞ্জিন। যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, প্রথমে একটি দোকানে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় সেই আগুন দ্রুত ছড়ায়।