‘সিপিএম ক্যাডারদের বউদের, তাদের পরিবারের লোকজনের চাকরি হয়েছে। কার কিভাবে চাকরি হয়েছে তা আমাদের জানা আছে। এগুলো এবার তদন্ত হবে মানুষের সামনে তুলে ধরা হবে। এলাকার কোন সিপিএম নেতাদের ঘরে ঘরে চাকরি হয়েছে তাও আমরা জানি’, বাঁকুড়ার জয়পুর ব্লকের গেলিয়াতে দলীয় সভায় এমন বিস্ফোরক হুশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই তৃণমূল এবার অভিযোগ তুলেছে বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ। বিভিন্ন সভাতেও তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলছেন বাম আমলে কমরেডদের আত্মীয় পরিজনদের চাকরি কিভাবে হয়েছে।
তাতে অস্বস্তি বেড়েছে বাম নেতৃত্বের এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। শুক্রবার বাঁকুড়ার জয়পুরের গেলিয়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর সভায় জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পথ অনুসরন করে বাম আমলের চাকরির বিষয় সামনে আনেন।
তিনি বলেন জয়পুর ব্লকের সিপিএম কমরেডদের বউদের আইসিডিএসে চাকরি হয়েছে। জয়পুর এলাকায় জেলাপরিষদের সিপিএম এর প্রাক্তন সভাধিপতির বাড়ির সদস্যরা কেউ চাকরি থেকে বঞ্চিত হয়নি। জয়পুর এলাকায় কমরেডদের পরিবারের লোকজনদের আই সি ডি এস, হাসপাতাল, পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে ও জেলাপরিষদে চাকরি হয়েছে। তিনি বলেন কিভাবে চাকরি হয়েছে এর তদন্ত হবে, আমরা সব জানি। বাম আমলের চাকরি নিয়ে বামেদের কড়া হুশিয়ারিও দিতে শোনা যায় তৃণমূল ব্লক সভাপতির বক্তব্যে।