কলকাতা পুরসভা এলাকায় পার্কিং ফি বাড়ানোর পরেই তা নিয়ে অভিযোগ আসতে শুরু করেছিল। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করে কলকাতা পুরসভাকে আজ অর্থাৎ শুক্রবারের মধ্যে পার্কিং ফি সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পার্কিং এর খরচ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ যারা পার্কিং করেন তাদের অনেক টাকা বেশি দিতে হচ্ছে। বিষয়টা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর নীতি হচ্ছে সাধারণ মানুষের ওপর যেন কোনও চাপ না পড়ে। মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ফি বাড়ানো হয়নি। আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে হবে। এই মর্মে কলকাতার মহানাগরিকের কাছে বার্তা পৌঁছে গিয়েছে।’