২০১৯ সালের ৫ আগস্ট সংসদে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল মোদী সরকার। ওইদিন জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিত, তাও অবলুপ্ত করে দেওয়া হয়। যার পর কেটে গিয়েছে তিন-তিনটি বছর।
এখনও লাদাখবাসী কর্মসংস্থান ও রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব। এরই মধ্যে এবার জানা গেল, গত তিন বছরে কেন্দ্রশাসিত লাদাখে বিনিয়োগ করেনি দেশি-বিদেশি কোনও সংস্থাই। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এ কথা জানিয়েছেন। তিনি এ-ও জানিয়েছেন, যে লাদাখে গত তিন বছরে জমিও কেনেননি কেউ।
