আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। দিল্লী, মহারাষ্ট্র, গুজরাতে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নতুন সংক্রমণের ৩৮.২ শতাংশই করোনার নতুন প্রজাতি, এক্সবিবি.১.১৬। মার্চ মাসে এ দেশের সংক্রমণের পরিসংখ্যান দেখে সে কথাই জানাচ্ছে ইন্ডিয়ান সার্স-কভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম।
তথ্য বলছে, গত এক মাসে ৩৭ লক্ষ নতুন সংক্রমণ হয়েছে সারা দেশে, তার মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার জনের। জানা গেছে, ইতিমধ্যেই ১২টি দেশে ছড়িয়েছে করোনার এই নতুন প্রজাতি, নাম এক্সবিবি.১.১৬। ইন্ডিয়ান সার্স-কভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম জানিয়েছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার আক্রান্তের লালার নমুনা নিয়ে পরীক্ষা করে ওই প্রজাতির হদিশ মিলেছে। ভাইরাস যাতে না ছড়াতে পারে সে জন্য করোনা টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিং আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাইরোলজিস্টরা বলছেন, এই নতুন ভ্যারিয়ান্ট হল করোনা এক্সবিবি প্রজাতির জিনগতভাবে পরিবর্তিত রূপ। এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি উপরূপেরই নিকট আত্মীয় বলা যেতে পারে। ওমিক্রনের দুই উপপ্রজাতির সঙ্গে এর অনেক মিল আছে। বিশেষজ্ঞদের অনুমান, ওই দুই উপপ্রজাতি বদলে গিয়ে এই নয়া রূপ তৈরি করেছে।