গেরুয়া শিবিরের রামনবমীর কর্মসূচি ঘিরে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। যা ঠেকাতে পদক্ষেপ করার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রামনবমী প্রসঙ্গ টিকিয়ে রাখতে যেন মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এবার তাদের উদ্যোগে ফের রাজ্যে আসছে তথ্যানুসন্ধান কমিটি। রামনবমীকে ঘিরে রাজ্যের কয়েকটি অংশে যে অশান্তির ঘটনা হয়েছিল, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার আসছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।
সূত্রের খবর, শনিবার কমিটির সদস্যেরা যেতে চান রিষড়ায়। রবিবার যেতে চান হাওড়া এবং নবান্নে। এর আগে ভোট পরবর্তী হিংসা এবং বগটুইকাণ্ডের পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে বেসরকারি তথ্য অনুসন্ধান কমিটি নিয়ে এসেছিল বিজেপি। সরাসরি দলের নাম না থাকলেও আড়াল থেকে বিজেপি নেতারাই পরিচালনা করেছেন। মনে করা হচ্ছে, এ বার রামনবমী প্রসঙ্গ জিইয়ে রাখতে ফের রাজ্যে তথ্যানুসন্ধান কমিটি নিয়ে আসছে বিজেপি। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিংহ রেড্ডি, অবসরপ্রাপ্ত আইপিএস রাজপাল সিংহ, আইনজীবী চারুওয়ালি খন্না, আইনজীবী তথা প্রাক্তন যুগ্ম রেজিস্ট্রার ওমপ্রকাশ ব্যাস, সাংবাদিক সঞ্জীব নায়েক, আইনজীবী ভাবনা বজাজ।
সূত্র মারফত জানা গিয়েছে, ৮ এপ্রিল, শনিবার রিষড়ার সন্ধ্যাবাজারে আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান তথ্যানুসন্ধান কমিটির সদস্যেরা। তার পর এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলতে চান তাঁরা। ৯ এপ্রিল রবিবার, হাওড়ার কিছু জায়গায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে চান কমিটির সদস্যেরা। ১০ এপ্রিল, সোমবার কমিটির সদস্যেরা চন্দননগর এবং হাওড়া পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন। তার পর নবান্নে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা আলোচনা হতে পারে বলেও খবর। সব শেষে কমিটির সদস্যের সাংবাদিক বৈঠক করতে পারেন।