পঞ্চায়েত ভোটের আগে পিছিয়ে পড়া জেলাতেই বেশি করে নজর দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংগঠনে জোর দিতে জেলায় জেলায় সফর সারবেন তিনি। তেমনই খবর দলীয় সূত্রের। আগামীকাল, শনিবার আলিপুরদুয়ার দিয়ে যা শুরু হতে চলেছে।
আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দন্তে উঠে আসে এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভাল জায়গায় নেই তারা। এর মধ্যে আলিপুরদুয়ার ও বাঁকুড়ায় লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনেই ফল খারাপ হয়েছিল। দিনাজপুরে খারাপ ফল হয় লোকসভা নির্বাচনে। একুশের বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় আরামবাগ। সব কিছু দেখেশুনে তাই জেলা সফরের প্রথম পর্বে এই সমস্ত জায়গাতেই প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।
আগামীকালের পরে বেশ কিছু সম্ভাব্য তারিখ রয়েছে। এ ছাড়া এই সব জায়গায় সংগঠনের রাশ আলগা বলেই অভিযোগ রয়েছে দলের নিচুস্তর থেকেই। তাই এখানেই পঞ্চায়েত ভোটের আগে বাড়তি নজর রয়েছে। সফরসূচির অধিকাংশ জেলাতেই তৃণমূলের সংগঠন খানিকটা হলেও দুর্বল। বিশেষত উত্তরের দুই জেলায়। তাই সেখান থেকেই সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করতে চান অভিষেক, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। অন্যদিকে, বাঁকুড়া, আরামবাগেও সংগঠন নিয়ে চাপ আছে। তাই সেখানেও প্রচারে যাবেন অভিষেক নিজে।কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন তিনি মাসে অন্তত তিনবার বিভিন্ন জেলায় দিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এ বার দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকে জেলা সফর শুরু করছেন।
পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে নামছে তৃণমূল। কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, তিনি মাসে অন্তত তিনবার বিভিন্ন জেলায় গিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এ বার দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল ৮ এপ্রিল থেকে জেলা সফর শুরু করছেন।