বিধ্বংসী অগ্নিকাণ্ডের কবলে পড়ল দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশন। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে। রাত ৮টা ৫ মিনিট নাগাদ দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। যার জেরে ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা।
এপ্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছিলেন, ‘‘যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা শুরুর চেষ্টা করছি।’’ স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বার বিকট শব্দ শোনা গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৩০-৪০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। উল্লেখ্য, অতীতেও সন্তোষপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়িতে অগ্নিকাণ্ড ঘটেছিল। ২০১৮ সালে আগুন লেগেছিল ওই ঝুপড়িতে। সে বার পুড়ে ছাই হয়ে গিয়েছিল শ’খানেক ঝুপড়ি এবং দোকান।