মোদী জমানায় শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তো ছিলই। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দেশের ইতিহাস পাল্টে ফেলারও অভিযোগও হামেশাই উঠছে। সম্প্রতি যেমন এনসিইআরটি-র তরফে দ্বাদশ শ্রেণির ইতিহাসের সিলেবাসে কিছু বদল আনা হয়েছে। মুঘল যুগের কিছুটা অংশ সেখান থেকে বাদ পড়েছে।
আর এর পরই ‘মুঘল-এ-আজম’-এর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে বসে আছেন সেলিমরূপী দিলীপ কুমার। আর তাঁর পায়ের কাছে মাটিতে মাথা রেখে শুয়ে আছেন আনারকলি মধুবালা। মধুবালার চোখ বন্ধ। এই ছবিটি ব্যবহার করেই তৈরি করা হয়েছে মিম। যেখানে লেখা আছে, ‘ওঠো আনারকলি। আমরা আর সিলেবাসে নেই’। মুঘল সাম্রাজ্যের ইতিহাস দ্বাদশ শ্রেণির ইতিহাস বই থেকে বাদ পড়ার ঘটনাকে এভাবেই রসিকতার আড়ালে দেখিয়েছেন মিমাররা।