ঘরের মাঠে কোপা দেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে কার্যত নাস্তানাবুদ হল বার্সেলোনা। ৪-০ গোলে তাদের উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। প্রায় একা হাতেই বুস্কেটসদের ফাইনালে যাওয়ার আশা চুরমার করে দিলেন করিম বেঞ্জেমা। করলেন দুরন্ত হ্যাটট্রিক। গোল করালেন ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে।
ম্যাচের প্রথমার্ধের সংযুক্তি সময়ে রিয়ালের হয়ে প্রথম গোল করেন ভিনিসিয়াস। দুর্দান্ত প্রতি আক্রমণে গোল করে যান ব্রাজিলীয় তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বেঞ্জেমা। লুকা মদ্রিচের পাস থেকে বার্সার গোলে বল জড়িয়ে দিলেন তিনি। এরপর ভিনিসিয়াসকে বক্সে ফাউল করেন ফ্রাঙ্ক কেসি। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল বেঞ্জেমার। ৮১ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ফরাসি স্ট্রাইকার। ম্যাচের পর বেঞ্জেমার ভূয়সী প্রশংসা করলেন রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি। বললেন, “করিম ভাল খেলতে শুরু করার পর দলও ভাল খেলেছে। করিম নিজের সেরা ছন্দে থাকলে দলের আর কিছু লাগে না। লুকা এবং টনি ক্রুসও ভাল খেলেছে।” প্রতিযোগিতার ফাইনালে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।