নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল তিন শতাধিক বিজেপি কর্মী। বুধবার বোরোডাঙ্গায় তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা -১ ব্লক সভাপতি শুধাংশু রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ভেটাগুড়ি -২ অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার প্রমুখ।
তৃণমুল নেতা শুধাংশু রায় বলেন, তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ”আমরা কাউকে জোর করে দলে নেইনি। যারা এসেছিল তাদের ভয় দেখিয়ে তৃণমূলে নিয়েছে। তবে তারা মনেপ্রাণে বিজেপিতেই আছে।’
মাত্র দিন দুই আগেই খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গড়েই দলে দলে কর্মীরা তৃণমূল ছাড়বেন। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক তৃণমূল কর্মী। গত সোমবারের এই দলবদলে উত্তরে গেরুয়া শিবিরের ভিত আরও মজবুত হল বলে মনে করছে বিজেপি। বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
গত সোমবার সন্ধ্যায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ও দুই নম্বর অঞ্চলের বহু পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কয়েকজন নতুন কর্মী সমর্থকও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপিতে আগত নতুন কর্মী সমর্থকদের নিয়ে ভেটাগুড়ি বাজারে একটি মিছিল করে বিজেপি নেতৃত্ব।