বুধবার দিঘার প্রেস ক্লাব উদ্বোধনে গিয়ে নতুন শব্দের জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বাংলা নববর্ষ আসছে। তারই অগ্রিম শুভেচ্ছা জানাতে গিয়ে গতকাল মমতা বলেন, ‘আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম, শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন ভাল থাকুন।’ আর তারপরই গোটা দিঘা জুড়ে ছেয়ে গেল ‘শুভনন্দন’ পোস্টার।
প্রসঙ্গত, বাংলা ভাষা, সাহিত্য নিয়ে নিরন্তর চর্চা করে থাকেন মুখ্যমন্ত্রী। তার একাধিক বই প্রকাশ হয়৷ রাজ্যের বহু সামাজিক প্রকল্পের চমকপ্রদ নাম তাঁরই দেওয়া। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো প্রকল্পের পাশাপাশি ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো পর্যটন ক্ষেত্র কিংবা সচিবালয়ের নামও তাঁরই দেওয়া। এছাড়া নানাজনের নামকরণের বিষয়টিও তাঁর সারাক্ষণের নজরে আছে। ভাষা চর্চাতেও তিনি অনেকের চেয়ে এগিয়ে। এবার বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজনেও এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।