দিল্লিতে ‘বেসুরো’ বিজেপি নেতা বরুণ গান্ধীর সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাবীর জয়ন্তীর জন্য মঙ্গলবার বন্ধ ছিল সংসদের অধিবেশন। সেই অবসরে দু’জনে একান্তে বৈঠক করেন।
একটি বাংলা সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লির চাণক্যপুরীতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বৈঠক করেন দু’জনে। প্রায় ৪০ মিনিট ধরে তাঁদের মধ্যে কথা হয়েছে। কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই।
ইন্দিরা গান্ধীর নাতি বরুণের সঙ্গে ইদানিং দূরত্ব তৈরি হয়েছে বিজেপির। মাঝে মাঝেই তিনি ‘বেসুরো’ হয়ে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন। কৃষক ইস্যুতে তিনি মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপি সাংসদ হিসাবে সরকারপক্ষের বেঞ্চে তাঁকে বসতে দেখা গেলেও অন্য সাংসদদের সঙ্গে খুব একটা তিনি কথা বলেন না।
অন্য দিকে মা মেনকার সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে দলের মোদীপন্থীদেরও। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের দু’জনকে টিকিট নাও দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্র খবর। এই পরিস্থিতিতে অভিষেকের সঙ্গে মঙ্গলবারের বৈঠক তাৎপর্যপূর্ণ।