সাম্প্রদায়িক সম্প্রীতি ও মেলবন্ধনের অপূর্ব দৃষ্টান্তের সাক্ষী রইল বাংলা। এবার পাটুলিতে দক্ষিণেশ্বরের আদলে তৈরি হচ্ছে মন্দির। আর এই নতুন মন্দির নির্মাণের দায়িত্ব রয়েছে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পীর কাঁধে। নিপুণ দক্ষতায় এই স্থাপত্য গড়ে তুলছেন তিনি। দক্ষিণেশ্বরের মন্দিরের উচ্চতা ১০০ ফুট। পাটুলির এই মন্দির ৩৫ ফুটের। শিল্পীর নাম মহম্মদ আজহারউদ্দিন। বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। পয়লা বৈশাখেই উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার নতুন দক্ষিণেশ্বর মন্দিরের। তাই জোর কদমে চলছে কাজ।
উল্লেখ্য, বাংলার অন্যতম দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর। এবার নিজের ওয়ার্ডে সেই মন্দিরের প্রতিরূপ তৈরি করছেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। দক্ষিণ কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই মন্দির। সূত্রের খবর, এই মন্দিরে ভবতারিণীর মূর্তিও থাকবে। প্রসঙ্গত, ১৮৫৫ সালের ৩১শে মে ‘স্নানযাত্রার দিন’ হুগলী নদীর পূর্ব পাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দিরে মূর্তি স্থাপন করেছিলেন রানি রাসমণি।
