রাত পোহালেই হনুমান জয়ন্তী। তার আগে আরও একবার শান্তিপূর্ণভাবে হনুমান জয়ন্তী পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিঘার প্রেস ক্লাবের সূচনায় একথা বলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রমজান মাস চলছে। নববর্ষ আসছে। আগামিকাল হনুমান জয়ন্তী। শান্তিতে ভাল করে সব কিছু পালন করুন। শান্তিতে পালন করলে কোনও অসুবিধা হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় সব ধর্ম, সব উৎসব সবাইকে সম্মান করি। সবার উৎসবে সবাই যেন মিলিত হতে পারি। সবার কাছে যেন শান্তির প্রার্থনা করতে পারি’।
রামনবমীর মিছিল, শোভাযাত্রা ঘিরে রবিবার থেকে বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়েছে হাওড়া এবং হুগলির ৩টি এলাকা। ভাঙচুর, অগ্নিকাণ্ড, বোমাবাজিতে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকাগুলিতে। বিহারের কয়েকটি এলাকাও অশান্ত হয়েছিল।
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর মিছিল ঘিরে যাতে নতুন করে অশান্তি না হয়, তা নিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই আবহে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।