রামনবমী ও হনুমান জয়ন্তীকে হাতিয়ার করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে। এবার এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গুজরাত, মহারাষ্ট্র, বিহারের মতো অনেক রাজ্যেই ধর্মীয় মিছিলে অশান্তি হয়েছে। কিন্তু শুধু বাংলাকে নিয়ে আলোচনা কেন? প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনাকে ডিপ রুটেড কনস্পিরেসি বলে দাবি করেছেন শশী।
তিনি বলেন, বিজেপি হাওড়া ও হুগলিতে পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে। সুকান্ত মজুমদার অস্বীকার যদি করেন তাহলে বারণ করেননি কেন। তাহলে এদের মধ্যে দ্বিচারিতা আছে। সুকান্ত মজুমদার বন্দুক নিয়ে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। রামনবমীতে অশান্তি হচ্ছে, আবার হনূমান জয়ন্তীতে অশান্তি করার পরিকল্পনা করছে ওরা। তাঁর আরও অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। দিলীপ ঘোষ হুগলিতে প্ররোচনা দিয়ে ঝামেলা বাধিয়েছেন, সুকান্ত মজুমদার তারপর ওখানে যেতে গিয়ে ড্রামা করলেন, লকেট চট্টোপাধ্যায় সারাবছর সংসদে থাকেন না, হুগলিতে গিয়ে ঝামেলা পাকাচ্ছেন।
