১০০ দিনের কাজ-সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে প্রাপ্য অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক মাস ধরে এমনই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের শাসকদল তৃণমূল। পাওনা অর্থ মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা দিল্লির কৃষি ভবনের সামনে জড়ো হন।
বুধবার সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গেই দেখা যায় দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দোলা সেন, শান্তনু সেন প্রমুখকে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেননি গিরিরাজ। তৃণমূল শিবির সূত্রে আগেই জানানো হয়েছিল, মন্ত্রী সময় না দিলে বকেয়া অর্থের দাবিতে মন্ত্রীর দফতরেই ধর্ণায় বসবেন তাঁরা। সেই মোতাবের দুপুর ২টো নাগাদ ধর্ণায় বসেন তৃণমূল সাংসদরা।
বেলার দিকে কৃষি ভবনে ঢোকেন সাংসদরা। কৃষি সচিব জানান, সকালে সংসদে ছিলেন মন্ত্রী। তার পর নিজের সংসদীয় এলাকার কাজে বেরিয়ে যাওয়ার কথা তাঁর। তবে এখনও পর্যন্ত মন্ত্রীর অপেক্ষায় দফতরেই বসে রয়েছেন তৃণমূলের ২৫ জন সাংসদ। তৃণমূলের তরফে এ বিষয়ে অনমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, বকেয়া টাকার বিষয়ে আশ্বাস না মিললে সাংসদরা ওই জায়গা থেকে নড়বেন না। সচিব জানান, হিসাবে গরমিল থাকায় বকেয়া মেটানো যাচ্ছে না। অভিষেক তাঁকে জানান, অভিযুক্তদের খুঁজে বার করে শাস্তি দিক কেন্দ্রীয় সরকার। কিন্তু ১৭ লক্ষ পরিবারের স্বার্থে ১০০ দিনের কাজে বকেয়া ৭ কোটি টাকা মিটিয়ে দেওয়া হোক।