বিজ্ঞপ্তি সংশোধন করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তা অনুযায়ী, পিছিয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের সময়সীমা। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু এবার সেই বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হল। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা – এই তিন জেলার ইন্টারভিউ নেওয়ার সময়সীমা অনেকটাই পিছিয়ে দেওয়া হল। পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে দশম পর্যায়ে মালদা জেলার ইন্টারভিউ এর সংশোধিত দিন ১১ ও ১২ই মে। একাদশ তম পর্যায় মুর্শিদাবাদ জেলার আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৫, ১৬ ও ১৭ই মে। দ্বাদশ পর্যায় উত্তর ২৪ পরগনা জেলার ইন্টারভিউ নেওয়া হবে ২২, ২৩ ও ২৪শে মে। অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া। আর তার সঙ্গে সঙ্গে নিয়োগের সময়সীমা কার্যত অনেকটাই পিছিয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাস থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। এখনও পর্যন্ত একাধিক জেলার আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয়ে গেছে। নবম পর্যায় ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত শেষের দিকে। যদিও গড়ে ১০ শতাংশ প্রার্থী প্রত্যেকটি ইন্টারভিউ প্রক্রিয়াতেই অনুপস্থিত বলেই জানিয়েছে পর্ষদ সূত্র। উল্লেখ্য, এবারেই প্রথম কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিডিওগ্রাফির পাশাপাশি গোটা ইন্টারভিউ প্রক্রিয়ায় পরীক্ষকরা নম্বর ল্যাপটপের মাধ্যমে দেবেন। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি আবেদনকারীদের প্রাপ্ত নম্বর পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে চলে যাবে। ফলত পরবর্তীকালে সেই নম্বর সংশোধন বা বদলে কোন সুযোগ থাকবে না বলেই জানিয়েছেন পর্ষদের আধিকারিকরা।
