বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার যেমন ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার অষ্টম ও দশম শ্রেণী পাশেই মিলবে চাকরি। রাজ্যে ২৫৬টি শূন্যপদে আইসিডিএস কর্মী নিয়োগ হবে। তবে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। অন্যদিকে, সহায়িকা পদে আবেদনের জন্ন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে। এই পদ গুলিতে আবেদনের জন্য ০১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুসারে, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। অঙ্গনওয়াড়ি পদে কর্মীদের মাসিক ৮,২৫০ টাকা ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের কর্মীদের মাসিক ৬,৩০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
