আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে মারণ ভাইরাসের সংক্রমণ। এবার যেমন একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজারেরও বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। গতকাল যে সংখ্যাটা ছিল তিন হাজারের কিছু বেশি। পরিসংখ্যান বলছে, একলাফে ১৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। অন্যদিকে, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ হাজার ৯১।
