রামনবমীর উদযাপন চলাকালীন ঘটে যাওয়া বিশৃঙ্খলা-অশান্তি নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে অব্যাহত তোলপাড়। মাথাচাড়া দিয়েছে দাঙ্গার আশঙ্কা। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি বলেন, “বিজেপি ২০২৪-এর ভোটের অঙ্কে দাঙ্গায় মেতেছে। ওরা বুঝতে পারছে মানুষ সঙ্গে নেই। তাই মানুষকে বিভাজন করতে চাইছে।” পাশাপাশি, সরাসরি বাংলা ও বিহারের প্রসঙ্গ না টানলেও শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত এই দুই রাজ্যের অশান্তি নিয়ে সোমবার সকালে একই কথা বলেছেন। সঞ্জয় সোমবার বলেছেন, বাংলা ও বিহারে গোলমাল আসলে বিজেপির ষড়যন্ত্র। তাঁর কথায়, “ভোটের স্বার্থে বিজেপি অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। ওরা যেখানে ভোটে সুবিধা করতে পারে না, সেখানেই হিংসার আশ্রয় নেয়।” তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ার ঘটনার দিন থেকেই বিজেপিকে নিশানা করে আসছেন। সোমবার তিনি বলেন, সিবিআই, এনআইএ তদন্ত করলেই জানতে পারবে কীভাবে অশান্তি তৈরি করেছে গেরুয়া-বাহিনী।
প্রসঙ্গত, সোমবার দুপুরে কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, “বিজেপি বুঝতে পারছে তারা পায়ের তলার মাটি হারাচ্ছে। তাই ভোটারদের মধ্যে দাঙ্গা করে মেরুকরণের চেষ্টায় নেমেছে।” খাড়গে মুখ খোলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রামনবমীর দাঙ্গাও বিরোধীদের বোঝাপড়ায় সেতুবন্ধনের নয়া ইস্যু হতে পারে, এমনই মনে করছেন রাজনীতির কারবারিরা। গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও রামনবমীর শোভাযাত্রা ঘিরে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। সব জায়গাতেই বিরোধীরা সমস্বরে বিজেপির দিকে আঙুল তুলেছে। চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আহ্বানে শুরু হয়েছে সামাজিক ন্যায় সম্মেলন। সেখানেও বিরোধী নেতারা বিজেপির সাম্প্রদায়িক ও জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব হবেন বলে ইঙ্গিত মিলেছে। বিহারের ঘটনায় কংগ্রেস নীতীশ কুমারের সরকারের সুরে সুর মিলিয়ে পাঁচ জেলার দাঙ্গা পরিস্থিতির জন্য বিজেপিকে নিশানা করেছে। বিহার বিধানসভার কংগ্রেস দলনেতা অজিত শর্মা আগে বলেন, “যা ঘটছে তা আমাদের ১৯৮৯-এর দাঙ্গার কথা মনে করিয়ে দিচ্ছে। সেই দাঙ্গায় কত মানুষ প্রাণ হারিয়েছিল জানি না। বহু নিরপরাধ লোককে হত্যা করা হয়েছিল যাদের পরিবার এখন পর্যন্ত বিচার পায়নি। বিজেপি আবারও বিহারে একই রকম দাঙ্গা করার পরিকল্পনা করছে।” বিজেপি ২০২৪-এর লোকসভা এবং পরের বছর বিহার বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখেই এসব করছে, এমনটাই মত বিহার বিধানসভার কংগ্রেস দলনেতার।
