বছরে ২ কোটি চাকরির সুযোগ তৈরির স্বপ্ন ফেরি করে ২০১৪ সালে দিল্লীর মসনদে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রতিশ্রুতিই সার। তিনি ক্ষমতায় আসার পর ৯ বছর পার হয়ে গিয়েছে। বছরে দু’কোটি চাকরির দিশা তো দেখাতে পারেইনি তাঁর সরকার। উলটে বাড়ছে বেকারত্ব। হ্যাঁ, এবার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য জানাচ্ছে যে দেখায় যে ভারতের বেকারত্বের হার মার্চ মাসে ৭.৮ শতাংশ বেড়েছে, যা তিন মাসের সর্বোচ্চ এবং দেশের কর্ম সংস্থানের বাজারের অবস্থার পতনের ইঙ্গিত দেয়।
শনিবার প্রকাশিত সিএমআইই-এর তথ্য দেখাচ্ছে যে দেশে বেকারত্বের হার ২০২২ সালের ডিসেম্বরে ৮.৩০ শতাংশে বেড়েছিল কিন্তু জানুয়ারিতে কমে ৭.১৪ শতাংশ হয়েছে। এটি ফেব্রুয়ারিতে আবার বেড়ে ৭.৪৫ শতাংশে পৌঁছেছে। তথ্য অনুসারে, এ বছর মার্চ মাসে, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ৮.৪ শতাংশে পৌঁছেছে। যেখানে গ্রামীণ এলাকায় এটি ৭.৫ শতাংশে দাঁড়িয়েছে। সিএমআইই-র ব্যবস্থাপনা পরিচালক বলেছেন যে ভারতের শ্রম বাজারের অবস্থার পতনের ফলে কর্মসংস্থানের হার ফেব্রুয়ারিতে ৩৬.৯ শতাংশ থেকে মার্চ মাসে ৩৬.৭ শতাংশে নেমে এসেছে। কর্মরত লোকের সংখ্যাও এই সময়ের মধ্যে ৪০.৯৯ কোটি থেকে ৪০.৭৬ কোটিতে নেমে গেছে। মার্চ মাসে, বিজেপি শাসিত হরিয়ানায় বেকারত্ব সর্বাধিক ছিল ২৬.৮ শতাংশে।
