ফের চেনা ছন্দে দেখা গেল রিয়াল মাদ্রিদকে। দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন করিম বেঞ্জেমাও। রবিবার লা লিগায় ঘরের মাঠে ভায়াদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল। হ্যাটট্রিক করতে মাত্র সাত মিনিট সময় নিলেন বেঞ্জেমা! বাকি তিনটি গোল করেছেন রদ্রিগো, আসেনসিও ও ভাস্কেজ। তবে রিয়াল মাদ্রিদ ৬-০ গোলে জিতলেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলে শীর্ষ স্থানে রয়েছে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহে ৫৯ পয়েন্ট। অর্থাৎ, ব্যবধান ১২ পয়েন্টের।
পাশাপাশি, ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছ ০-২ গোলে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার নিউক্যাসলকে ৬৫ মিনিটে এগিয়ে দেন জো উইলক। ম্যাচ শেষের দু’মিনিট আগে ব্যবধান বাড়ান ক্যালাম উইলসন। ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে নিউক্যাসল। সমসংখ্যক ম্যাচ খেলে ম্যান ইউয়ের পয়েন্ট ৫০ হলেও গোলের গড়ে তারা এই মুহূর্তে রয়েছে চার নম্বরে। ম্যাচের শেষে হতাশা ধরা পড়ে ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগের মুখে। ‘‘বলতে খারাপ লাগলেও এটাই সত্য যে, আমাদের দলের ফুটবলারদের চেয়ে নিউক্যাসল ফুটবলারদের জেদ এবং গোল করার দক্ষতা ছিল অনেক বেশি। আমাদের স্ট্রাইকাররা সেই কাজই করতে পারেনি’’, জানিয়েছেন তিনি।
