সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর সেদিকে তাকিয়েই সোমবার ৪ দিনের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই প্রায় তিন লক্ষ মানুষের হাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন তিনি। তৃণমূল নেত্রীর এই ৪ দিনের সূচিতে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা রয়েছে। নন্দীগ্রাম লাগোয়া খেজুরিতেও প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতার।
জানা গিয়েছে, এদিন খেজুরি ঠাকুরনগরের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে জেলার মানুষদের প্রায় এক হাজার কোটি টাকার উপহার দিতে চলেছেন মমতা। সূত্রের খবর, এদিনের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খেজুরির ঠাকুরনগর হাই স্কুলের মাঠে। যেখানে রাজ্যের একাধিক জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের পরিষেবা পেতে চলেছেন সে জেলার প্রায় ২ লক্ষ ৯৮ হাজার বাসিন্দা। মমতার সবুজ সাথী প্রকল্পের অধীন সাইকেল দেওয়া হবে ৭৭ হাজার ছাত্র-ছাত্রীদের। সবমিলিয়ে সোমবার ৫০০ কোটি টাকার মূল্যের ৫৫৪টি প্রকল্প সহ শিলান্যাস হবে ৩০০ কোটি টাকা মূল্যের ৭০ টি প্রকল্পের।
