রাজ্য সরকারের চাকরিতে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস সার্ভিস নামে নতুন একটি ক্যাডার সার্ভিস চালু হল। এর ফলে পূরণ হল ভূমি আধিকারিকদের দীর্ঘদিনের একটি দাবি।
নয়া সার্ভিসের সুবাদে সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লুবিসিএস ক্যাডারের ‘এ’ গ্রুপের পরীক্ষায় উত্তীর্ণরা দু বছরের প্রশিক্ষণ শেষ করে সরাসরি ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার হিসাবে যোগ দিতে পারবেন।
ভূমি ও ভূমি সংস্কার দফতর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। দফতরের আধিকারিকেরা সরকারি সিদ্ধান্তে খুশি। এই দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল ভূমি দফতরের আধিকারিকদের সংগঠনগুলি।
বেতন ও পদোন্নতি সংক্রান্ত বেশ কিছু নতুন সুবিধার কথা সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। এখন ডব্লুবিসিএস ক্যাডারের গ্রুপ ‘সি’-র জন্য উত্তীর্ণরা ভূমি ও ভূমি সংস্কার দফতরে রেফিনিউ অফিসার হিসাবে নিয়োগ পেয়ে থাকেন। দশ বছর ওই পদে চাকরির পর স্পেশ্যাল রেভিনিউ অফিসার পদ মেলে। গ্রেড ওয়ান অফিসার হতে লাগে আরও দশ বছর চাকরির অভিজ্ঞতা। সেই পদে পাঁচ বছর কাজ করার পর বিডিও হওয়া যায়।
দেখা গিয়েছে, ততদিনে অনেকেরই অবসরের সময় চলে আসে। ফলে বিডিও-র মতো ব্যস্ত পদের দায়িত্ব অনেকেই নিতে চান না। নয়া নির্দেশে দশ বছরের পরিবর্তে পদোন্নতির মেয়াদ সাত বছরে নামিয়ে আনা হয়েছে। এছাড়া বেতন সংক্রান্ত কিছু সুবিধাও ঘোষণা করেছে সরকার।