রবিবার আসাম যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সফরের ঠিক আগেই তাঁকে হুঁশিয়ারি দিতে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। এর আগে দিল্লি বিধানসভায় যেভাবে হিমন্তর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেজরিওয়াল, আসামে এসেও এই ধরনের কথা বললে মানহানির মামলা করবেন বলে জানিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী।
ঠিক কী বলেছেন হিমন্ত? তাঁর কথায়, ‘অরবিন্দ কেজরিওয়াল একজন কাপুরুষ। উনি দিল্লি বিধানসভায় সুরক্ষার পর্দার আড়ালে লুকিয়ে বসে মিথ্যে বলে যান। বাইরে উনি একবার বলে দেখুন যে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। মণীশ সিসোদিয়ার মতোই ওঁর বিরুদ্ধেও মানহানির মামলা করব আমি’।
উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানের সঙ্গে আসামে আসছেন কেজরিওয়াল। রবিবার সেখানে জনসভা করার কথা তাঁর। এর আগে দিল্লি বিধানসভায় তাঁকে বলতে শোনা গিয়েছে, আসামের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অন্য রাজ্যেও দুর্নীতির মামলা রয়েছে। মনে করা হচ্ছে, রবিবারের সভাতেও সেই প্রসঙ্গ তুলবেন তিনি। তার ঠিক আগেই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন, ‘আমার বিরুদ্ধে একটাও কথা বলে দেখুন, দাবি করুন আমি দুর্নীতিগ্রস্ত, আমি মানহানির মামলা করব। ঠিক যেমনটা মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে করেছিলাম’। তাঁর পরিষ্কার দাবি, কোনও রাজ্যেই তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই। কেজরিওয়াল যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে।