কদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ। তার আগে খানিক স্বস্তির আমেজ লাল-হলুদ শিবিরে। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার যুবভারতীর অনুশীলন মাঠে প্রস্তুতি ম্যাচে মহমেডানকে ৪-৩ গোলে হারালেন ক্লেটন সিলভারা। ১৪ মিনিটের মধ্যে জাক জার্ভিস গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। ১৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান দাউদা।
এরপর সাত মিনিটের মধ্যেই মশালবাহিনী ১-২ পিছিয়ে পড়ে মহম্মদ রকিপের আত্মঘাতী গোলে। ৩২ মিনিটে ২-২ করেন লালচুংনুঙ্গা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে মহমেডান এগিয়ে যায় আওয়েন ভাজের গোলে। ৭৫ মিনিটে ৩-৩ করেন হিমাংশু জাংরা। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ৪-৩ করেন ক্লেটন সিলভা। সুপার কাপের আগে এমন জয় লাল-হলুদ শিবিরে আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছে ফুটবলমহল।