শীঘ্রই দেশের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সকল ছাত্রছাত্রীকে চিঠি পাঠাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় দেশের ৪০ লাখ ছাত্রছাত্রীকে চিঠি লিখবেন তিনি। আর তার জন্যই বয়ান-সহ চিঠি ও খাম প্রস্তুতের খরচ হিসাবে ধার্য করা হয়েছে ১০ কোটি টাকা! যদিও মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সব মিলিয়ে খরচ প্রথম দফায় ৪০ কোটি পর্যন্ত যেতে পারে বলে তৈরি থাকা হচ্ছে! রাজনৈতিক সূত্রের বক্তব্য, প্রধানমন্ত্রীর প্রাথমিক ৪০ লাখ চিঠির বয়ান থাকবে একই। নীতিবোধ, দেশপ্রেম, জাতীয়তাবোধ, দেশাত্মবোধকে জাগরিত করার কথা বলা হবে।
চিঠিতে ভারতের সনাতন সংস্কৃতি এবং আধ্যাত্মিক মূল্যবোধের কথাও বলা থাকতে পারে বলে সূত্রের বক্তব্য। এই গোটা পরিকল্পনায় আরএসএস তথা সঙ্ঘ পরিবারের অনুমোদন রয়েছে।