আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই বসতে চলেছে ১৬তম আইপিএলের আসর। আজ, আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বের দ্বৈরথ তারিয়ে তারিয়ে উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। ভারতীয় ক্রিকেটে প্রথম জন ‘ক্যাপ্টেন কুল’ নামেই পরিচিত। দ্বিতীয় জন গতবার আইপিএল জিতেছেন। করোনার পর এই প্রথমবার সব ক’টি দল নিজেদের মাঠে এবং বিপক্ষের মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে। গত বছর আহমেদাবাদেই আইপিএলের ফাইনাল হয়েছিল। সেই মাঠেই এবার প্রথম বার খেলতে নামবেন হার্দিকরা। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার মাঠ ভর্তি দর্শকের সামনেই শুরু হতে চলেছে আইপিএল। সন্ধে ৭.৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৩০ মিনিট আগে। তার আগে বলিউডের বিভিন্ন অভিনেতা এবং গায়কদের উপস্থিতিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অংশ নেবেন তামান্না ভাটিয়া, ক্যাটরিনা কইফ, রশ্মিকা মন্ধানা, টাইগার শ্রফ, অরিজিৎ সিংহরা। ৬টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান।
টিভিতে দর্শকরা এই খেলা দেখতে চাইবেন, তাঁদের চোখ রাখতে হবে স্টার স্পোর্টসে। সেই চ্যানেলেই সম্প্রচারিত হবে আইপিএলের সব ম্যাচ। মোবাইলে খেলা দেখতে চাইলে থাকতে হবে জিয়োসিনেমা অ্যাপটি। সেখানে বিনামূল্যে দেখা যাবে আইপিএল। এ বারের আইপিএলে প্রথম বার থাকবে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি। এই কারণে টসের পর প্রথম একাদশ ঠিক করতে পারবে দলগুলি। ম্যাচের মাঝে এক জন ক্রিকেটার পরিবর্তনও করা যাবে। প্রতিটি দলই এই নতুন নিয়ম নিয়ে উত্তেজিত। নিজেদের মতো করে পরিকল্পনা সাজাতে মুখিয়ে রয়েছে তারা।