মুম্বইয় ইন্ডিয়ান্সের হয়ে ফের মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে? শুরু হয়েছে তেমনই জল্পনা। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, রোহিতের উচিত মিডল অর্ডারে খেলে দলকে সাহায্য করা। যদিও ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে ওপেনই করেন রোহিত। উল্লেখ্য, ২০১৩ সালে মুম্বই দলের মেন্টর ছিলেন কুম্বলে। সেই সময় রোহিতকে খুব কাছ থেকে দেখেছেন। সেবছরই প্রথম বার আইপিএল খেতাব জিতেছিল মুম্বই। রোহিতের নেতৃত্বের প্রশংসা করেন কুম্বলে। “রোহিত কখনও সত্যি কথা বলতে ভয় পায় না। দলে ওর চারপাশে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাদের থেকে রোহিত পরামর্শ নেয়। কিন্তু দিনের শেষে নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবে। অধিনায়কের থেকে তো এটাই আশা করা হয়”, সম্প্রচারকারী সংস্থার অনুষ্ঠানে জানিয়েছেন ‘জাম্বো’।
পাশাপাশি, এবারের মুম্বই দলে মিডল অর্ডারে অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করছেন কুম্বলে। তিনি বলেন, “এ বারের মুম্বই দলটা নতুন। মিডল অর্ডারে অভিজ্ঞতা প্রয়োজন। মুম্বই দলে একাধিক ভাল ব্যাটার রয়েছে। কিন্তু রোহিত মিডল অর্ডারে থাকলে সাত থেকে ১৫ ওভারের সময়টা খেলতে পারবে।” মুম্বইয়ের প্রথম ম্যাচ ২রা এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। ২০১৩ সাল থেকে সাদা বলের ক্রিকেটে ওপেন করেন রোহিত। লাল বলের ক্রিকেটেও ২০১৯ সাল থেকে রোহিত ওপেন করেন। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে রোহিত যদি খেলেন, তা হলে কোন জায়গায় তিনি ব্যাট করেন, সেই দিকে নজর থাকবে ক্রিকেটমহলের।