ফের বিপাকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার প্রতিযোগিতার প্রথমার্ধে পেসার জশ হেজলউডকে পাবে না তারা। অস্ট্রেলিয়ার এই বোলার বিরাটদের বড় ভরসা ছিলেন। পাশাপাশি প্রথম ম্যাচে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের খেলার সম্ভাবনাও কম। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে একের পর এক চোটে আক্রান্ত হয়েছেন হেজলউড। গোড়ালির সমস্যায় বর্ডার-গাওস্কর সিরিজেও খেলতে পারেননি। পেশির টানও রয়েছে। জানুয়ারিতে সিডনিতে বোলিং করতে গিয়ে চোট আরও বাড়ে। মাঠের ভেজা এবং নরম জায়গায় দৌড়তে গিয়ে পেশিতে চোট পান তিনি। পাশাপাশি, ম্যাক্সওয়েল চোট পেয়েছেন পেয়ে। কিন্তু পায়ের চোটের কারণে এক দিনের সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। এ বার আরসিবির হয়ে প্রথম ম্যাচেও অনিশ্চিত তিনি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সামনেও গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। জুনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার পরে পাঁচ ম্যাচের অ্যাশেজ রয়েছে ইংল্যান্ডের মাঠে। সেপ্টেম্বরের দিকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে তারা। হেজলউডকে নিয়ে তাই কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে জানা গিয়েছে। “টি-টোয়েন্টি ক্রিকেট যতই মজার এবং লোভনীয় হোক না কেন, টেস্ট ক্রিকেটের তুলনায় সেটা সব সময় দ্বিতীয় সারিতে থাকবে। অ্যাশেজ সিরিজ, ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলার যে আনন্দ, তা আর অন্য কিছুতেই আসবে বলে মনে হয় না”, জানিয়েছেন হেজলউড।