দিন কয়েক আগে, বাম আমলের মন্ত্রী প্রয়াত কমল গুহের পুত্র উদয়ন দাবি করেছিলেন, সেই আমলে সর্ব ক্ষণের কর্মীদের ভাতা না দিতে পেরে তাঁদের স্ত্রীদের জন্য চাকরির ‘বন্দোবস্ত’ করে দেওয়া হত। এই অভিযোগকে আরও পোক্ত করতে উদয়ন টেনে এনেছিলেন বাম আমলে মন্ত্রী থাকা তাঁর বাবার কথাও। এ বার একই সুরে বাজলেন অধুনা তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
বারাসতে বৃহস্পতিবার তাপস বলেন, ‘এ রকম অনেক ঘটনা আছে যে, পার্টি থেকে সিদ্ধান্ত হয়েছে, তার পর তা ইমপ্লিমেন্টেড (প্রণয়ন) হয়েছে। সিপিএম আমলে রাজনৈতিক সিদ্ধান্তে অনেক চাকরি হয়েছে। আমরা সেই সিদ্ধান্তের শরিকও হয়েছি।’ তার পরেই তাপস বলেন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে! বাম আমলে চিরকুটে চাকরি হত, বাম আমলে সিলেকশন হয়ে যেত। দলের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি হত। আমার কাছে এমন তথ্যও আছে যে, অনেকের নম্বর কমিয়ে শূন্য করা হয়েছে। ও সব বলে লাভ নেই, হাজারটা নাম বলে দেব। উদয়ন গুহ নিজের কথা বলেছেন। আমি আমার কথা বলছি। আমি রাজারহাটে লোকজনের নাম বলে দেব যাঁদের সিপিএম আমলে চাকরি হয়েছে।
তাপস আরও বলেন, ‘আমি ম্যানেজিং কমিটিতে ছিলাম না। তখন তো এসএসসি হয়নি। তখন ম্যানেজিং কমিটি একদম সিপিএমের লোককেই চাকরি দিত, এটা আমি জানি। জেলা পার্টি অফিস আমাদের লোকাল পার্টি অফিসকে জানাত। পার্টি সিদ্ধান্ত করে বলত, এই লোকটিকে নেওয়া হোক। সে রকম লোকের চাকরি হত। এ রকম নাম আছে, দরকার হলে নাম বলব।’