প্রয়াত বাবাকে টেনে অশালীন মন্তব্য করায় এবার সিপিএমের শতরূপ ঘোষকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের আইনজীবী অয়ন চক্রবর্তী শতরূপকে আইনি নোটিস পাঠিয়ে স্পষ্ট বলেছেন, ৭২ ঘন্টার মধ্যে শতরূপকে ক্ষমা চাইতে হবে। নোটিস উল্লেখ করা হয়েছে, শতরূপ যেভাবে কুণালের প্রয়াত বাবাকে টেনে অশালীন কথা বলেছেন তাতে অসম্মান করা হয়েছে।
শতরূপের পাশাপাশি আইনি নোটিস পাঠানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। এ প্রসঙ্গে কুণালের বক্তব্য, শতরূপ সেদিন সাংবাদিক সম্মেলন করেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে বসে। সেলিম, বিমানদের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। কুণাল এও বলেছেন, ‘শতরূপ ওইরকম কদর্য কথাবার্তা বলার ৪৮ ঘণ্টা পরেও সেলিমদা, বিমানদারা নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক।’