স্থানীয় আদালত তাঁকে ২০০৯ সালের একটি খুনের চেষ্টার মামলায় ১০ বছরের সাজা দেওয়ায় গিয়েছিল সাংসদ পদ। কিন্তু পরে কেরল হাইকোর্ট সেই সাজার উপর স্থগিতাদেশ জারি করে তাঁকে মুক্তি দিতেই লোকসভার সদস্যপদ ফিরে পেতে উদ্যোগী হন লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মতো মহম্মদ ফৈজল।
অবশেষে সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। বুধবার লোকসভার সচিবালয় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এখন দেখার উচ্চ আদালতে গিয়ে রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পান কি না। যদিও মঙ্গলবার পর্যন্ত তিনি কোনও আইনি পদক্ষেপ করেননি। উল্লেখ্য, গত রবিবারই ফৈজলের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বলা হয়েছিল, কেরল আদালত সাজার উপর স্থগিতাদেশ জারির পরও তাঁর লোকসভার সাংসদ পদ ফেরানো হচ্ছে না। সেই মামলার শুনানি শুরুর আগেই লোকসভার সচিবালয় সদস্যপদ ফিরিয়ে দিল তাঁকে।