আজ, বুধবার শহিদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ। সেই সমাবেশমঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন, বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যদি আর্থিক অবরোধ জারি রাখে, তাহলে এরপর আন্দোলন সবে রাজধানীর বুকেও। এদিন অভিষেক বলেন, “এটা তো সবে ট্রেলর দেখালাম। এরপর দিল্লীর বুকে আন্দোলন করব। প্রতিটি বিষয় দিল্লী থেকে ছিনিয়ে আনব, প্রস্তুত থাকুন।” বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, আবাস, সড়ক যোজনা থেকে ১০০ দিনের কাজের মতো পকল্পের টাকা বন্ধ করে রাখার প্রতিবাদেই বুধবার দু’দিনের ধর্না কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন মমতা। এর ৬০০ মিটার দূরে শহিদ মিনারে এদিন একই ইস্যুতে সভা ডেকেছিল তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল।
আজ অভিষেক বলেন, “শুধু একশো দিনের কাজ, সড়ক যোজনা বা আবাস যোজনা নয়। এইরকম মোট ১০৬টি প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার।” পাশাপাশি, এদিন ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে দেওয়া নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রসঙ্গও টানেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “সেবার এসে মোদী বলেছিলেন দোনো হাত মে লাড্ডু মিলেগা। এখন দেখা যাচ্ছে ১০০ দিনের কাজ আর আবাস যোজনায় দিল্লী সত্যিই লাড্ডু ধরিয়ে দিয়েছে।” অভিষেকের সাফ কথা, ১০০ দিনের কাজ বন্ধ করে আসলে গ্রামীণ মানুষের পাতের ভাত কাড়তে চাইছে মোদী সরকার।