আমার নাম তো সাভারকর নয়। আমার বাম গান্ধী। আর গান্ধীরা কখনও ক্ষমা চায় না। দিনকয়েক আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। যা নিয়ে স্বভাবতই রুষ্ট শিব সেনা। পাশাপাশি গত সোমবার বিরোধীদের নৈশভোজে এনসিপি প্রধান শরদ পাওয়ারও রাহুলের মন্তব্যটিকে ‘বিতর্কিত’ আখ্যা দেন। আর তারপরেই এবার সুর নরম করলেন সোনিয়া-পুত্র। বিরোধী নেতাদের আশ্বস্ত করে তিনি জানিয়ে দিলেন, জোটসঙ্গীদের আবেগকে আগামিদিনে সম্মান করবেন।
সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘১৪ বছর ধরে আন্দামানের জেলে অমানুষিক অত্যাচার সহ্য করতে হয়েছিল বীর সাভারকরকে। আমরা শুধু সেগুলো বইতে পড়েছি। আমাদের সকলের আদর্শ তিনি। এই মহান ব্যক্তিত্বের অপমান কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ তারপরেই গত সোমবার বিরোধীদের নৈশভোজে অনুপস্থিত থাকেন সমস্ত শিব সেনা নেতারা। বিষয়টি জানতে পেরে পাওয়ার বলেন, মহারাষ্ট্রের অনেক মানুষই সাভারকরকে শ্রদ্ধা করেন। সাভারকরকে আক্রমণ করলে তাতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আলাদা করে কোনও লাভ হবে না। বরং বিরোধী জোটের কারও কারও ভাবাবেগে আঘাত লাগতে পারে। খোদ মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদেরও অনেকের দাবি, রাহুলের এই মন্তব্যে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাঁদেরও। এই পরিস্থিতিতেই সুর নরম করার আশ্বাস দিয়েছেন রাহুল।