আবহাওয়া পরিবর্তন হতেই দেশজুড়ে বাড়তে শুরু করেছে জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা। পাশাপাশি, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে শিশুরাও। আর এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। যার ফলস্বরূপ ভারতে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা প্রায় দু’হাজারের গণ্ডি ছাড়াল। যা গত পাঁচ মাসে সর্বোচ্চ। বাড়ছে অ্যাকটিভ কেসও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। গত বছর অক্টোবরের পর এই প্রথম একদিনে এত বেশি মানুষ আক্রান্ত হলেন মারণ ভাইরাসে। অন্যদিকে, গত একদিনে করোনার বলি হয়েছেন ৭। ইতিমধ্যেই দেশের মোট সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪৭ লক্ষ ছাড়িয়েছে। যার জেরে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১১ হাজার ৯০৩।