কেন্দ্রের আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিবাদে ধর্না। মমতা পাশে রাখলেন ভারতের সংবিধান। মন্ত্রী অরূপ বিশ্বাস মালা পরিয়ে দিলেন সেই সংবিধানের বইয়ে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের ধর্না মঞ্চে হাজির হয়েছেন বাবুল সুপ্রিয়। রয়েছেন প্রিয়দর্শিনী হাকিমও। ধীরে ধীরে ভিড় বাড়ছে রেড রোডের নীল-সাদা মঞ্চে।
এদিন ঠিক ১২টায় রেড রোডের ধর্না মঞ্চে হাজির হন মমতা। তাঁর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোৎস্না মান্ডি,সায়নী ঘোষ।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজ থেকে দু দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মূলত নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বাংলাকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একনজরে দেখে নেওয়া যাক, কেন্দ্রের কাছে কোন খাতে রাজ্যের কত কোটি টাকা বকেয়া বলে দাবি করা হচ্ছে শাসক দল সূত্রে৷