আগামী ২৪ মে শেষ হচ্ছে কর্ণাটকের বিধানসভার মেয়াদ। আর সেদিকে তাকিয়েই এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১০ মে ভোটগ্রহণ হবে। অর্থাৎ একদফায় হবে ভোট। তারপর আগামী ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, কর্ণাটকে মোট বিধানসভা আসনের সংখ্যা ২২৪। তফসিলি জাতি প্রার্থীদের জন্য ৩৬ টি আসন সংরক্ষিত আছে। তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১৫। মোট ভোটার সংখ্যা ৫,২১,৭৩,৫৭৯। পুরুষ ভোটারের সংখ্যা ২,৬২,৪২,৫৬১। মহিলা ভোটারের সংখ্যা ২,৫৯,২৬,৩১৯। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪,৬৯৯।
মোট বুথের সংখ্যা ৫৮,২৮২। ৫০ শতাংশ আসনে ওয়েবকাস্টিং করা হবে। গড়ে প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৮৮৩। শহরাঞ্চলে মোট বুথের সংখ্যা ২৪,০৬৩। ১৩,০০০-র বেশি বুথের পরিচালনা করবেন শুধুমাত্র মহিলারা। সেখানে যাবতীয় দায়িত্বে থাকবেন মহিলারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মহিলা হবেন। এদিকে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় আজ থেকেই কর্ণাটকে শুরু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচন বিধি।