কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজ থেকে দু দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মূলত নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বাংলাকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একনজরে দেখে নেওয়া যাক, কেন্দ্রের কাছে কোন খাতে রাজ্যের কত কোটি টাকা বকেয়া বলে দাবি করা হচ্ছে শাসক দল সূত্রে৷
ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ এই বাবদ কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩২৩১০ কোটি টাকা পাওনা বলে রাজ্যের শাসক দল সূত্রে দাবি৷ একই ভাবে ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে হওয়া ক্ষয়ক্ষতি বাবদ ৪২২২ কোটি টাকা পাওনা বলে দাবি তৃণমূল কংগ্রেসের৷ বুলবুল ঘূর্ণিঝড় বাবদ পাওনা আরও ৬৩৩২ কোটি৷
এর পাশাপাশি জিএসটি-র অংশ বাবদ রাজ্যের প্রাপ্য ২৪০৯.৯৬ কোটি টাকাও মোদী সরকার আটকে রেখেছে বলে অভিযোগ রাজ্য সরকার এবং শাসক দলের৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ রাজ্যের ৮২০০ কোটি টাকা পাওনা বলে অভিযোগ করা হচ্ছে৷ এ ছাড়াও ৭২০০ কোটি টাকা একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে পাওনা বলে শাসক দল সূত্রে দাবি৷ সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মোট পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি, অভিযোগ এমনই৷ এ নিয়ে বার বার নিজে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ অবশেষে ধর্ণায় বসছেন তিনি৷